Friday, 17 October 2025

পাহাড় ছেড়ে সমুদ্রে, একসাথে

 যাচ্ছি মিশছি মেঘের আড়ালে পাহাড়ে,

চারিদিকে পাইন কাশবন ক্রমশ এলোমেলো রাস্তার চারিপাশে

ছায়ায় ঢাকছে আমায়,মায়ায় বাঁধছে তারই মাঝে একটুকরো মেঘ,

আকাশীর মাঝে সেই মেঘ দেখায় পথ সোনালী রশ্মি মাখা জীবনের।


ভরসা একটাই আজ আর একা নয়, পেয়েছি সাথে ছেলেবেলার সখীর।

আমার গৃহসঙ্গীর পরিচয়ে। কাটাচ্ছি মুহূর্ত যা একদিন ছিল স্বপ্ন,

এই কাঞ্চনজঙ্ঘার বিপরীতে, দার্জিলিং- এ।।

এযে এক অপরূপ শোভা প্রকৃতির সৌন্দর্যের,

সাদার মোড়কে ঘেরা পাথর কুন্ডের এক মায়াবী অবয়াব।


বিশাল বছর এক পেরিয়ে এলাম ঘরের কোনায় ফের পুরোনো কথায়,

ভালবাসি বলতে পারিনা সাধারণে, দায়িত্ব থাকবে কর্তব্যের সাথেই,

ভালবাসবো প্রতি মুহূর্তেই, বছর হোক এক বা তুই বা তিন বা তার অধিক।।


পাহাড়, সমুদ্র, কুয়াশা কিংবা ঘন  কোনো বড় জঙ্গলে,

এভাবেই সুন্দরবনের সুন্দরীর কোনো ম্যানগ্রোভ- এ 

অনুভূতি হারাবে চিরও জীবনের সব আক্ষেপকে,

প্রতিবারের মতো এবারও হবে না পাওয়াকে পাওয়ার মজা,

শেষবার নিজের ভালোবাসা কে কাছে পাওয়ার,

জীবনসঙ্গিনী করার পাওয়ায়।।

ভালবাসি তোমায় সেই বছর বারো আগের বন্ধু হয়ে

বছর পনেরো পরের তোমার ঘরের তোমার বর হয়ে।।

ভালবাসি তোমায়।।


- তোমার স ম্রা জ।।


Monday, 15 April 2024

আমাদের অঙ্ক

 আমাদের সম্পর্কের পাটিগণিতে এক ধরে চলা হলোনা,

পিতা পুত্রের বয়সের ব্যস্তানুপাতে আমাদের সমানুপাত হলোনা।

আমাদের বীজগণিতে x ধরেই গল্প করা হলোনা,

হলোনা অনলাইনে গিয়ে হিসেব করে ভালোবাসা,

পরিমিতিতে ব্যসের হিসেব করে ব্যাসার্ধ নিয়ে জ্যা আঁকা হলোনা,

পরিধির শেষে মিশে এক হয়ে জ্যামিতি হওয়া হলোনা।।

তোমায় ভালবেসে মাধ্যমিকের স্টার পাওয়া গেলোনা,

তোমায় হারিয়ে এক্স ভেবে বেঁচে থাকা হলোনা।।

পেয়েও অংকে হাজার উত্তরে কাছে পাওয়ার ভাবনা,

তোমায় পাবো জানি ,না পেয়েও অংকের উত্তরে তোমার চেতনা,

বর্গফুটের সমানুপাতে তোমায় ব্যস্ত করব কথা দি

এই সুযোগ ছাড়বোনা তোমায় আমার করব সেটাই জানি।।

ভুল করেও উত্তর মিলিয়ে হবে অংকের সমাধান,

কথা দিচ্ছি তুমি আমার হবে খুঁজবে না আর বীজগণিতে অতীতে 

এক্স এর উপাদান ।।


-  স ম্রা জ।।





Wednesday, 6 March 2024

শুধুই বিষাক্ত

 না হওয়া দেখা হওয়াটাই বিষাক্ত

আমার তোর কাছে আসাটাই বিষাক্ত।।

সব ছেড়ে ভুলে গিয়ে বলতে না পারা সত্যটাই বিষাক্ত।।

বিষাক্ত একসাথে হতে পেরেও না হতে পারার যন্ত্রণা,

বিষ ছিল শুধু অন্যদের ঘ্রান্যতায়।

তোর আমার একেতেও ছিল বিষণ্ণ সুখ,

তাই হাজার না হওয়ার মাঝে হয়ে যাওয়া,

ঘটে যাওয়া অবাঞ্ছিত ঘটনায় এক হয়ে টিকে 

নতুন করে হওয়ার না জেনেও আসার প্রবণতা,

টিকিয়ে দেবে বিশ্বাস রাখি নিশ্বাস নেওয়ার মতোই ঠিক,

তোকে পাবো না পাওয়ার অধ্যায়ে, নতুন করে কোনো এক খামে।।

পাচ্ছি পাচ্ছি করে হারাবো না নতুন করে

কারণে অকারণে অনেকটাই হারিয়েছি না চেয়েও বারেবারে।।

তোর মতোই একটা পাওয়া ছিল আমার

পাই না পাই, হারানোর দুঃখ ছাড়া থাকবো প্রতিবার;

হারানোর মোহের মাঝে নতুন পাওয়ার হাল ছাড়বো না কথা দি

থাকবি তুই থাকবো আমি এভাবেই অবাঞ্ছিত কিছু অনুভূতির পাতায়

কোনো না হওয়া তোর হয়ে আমি

আর কখনো না পাওয়া আমার তুই হয়ে।।

এতটা এক আলাদা হলে বদলাবে ব্যাকরণ ও

বদলাবে ভালোথাকার মানেও

বদলাবে আমার অক্সিজেন এর জায়গায় কার্বনের ভার

বদলাবে নিকোটিনে কিংবা এলকোহলের মধ্যে খুঁজে নেওয়ার অভ্যেস

এটুকু জানি হারানো হাজার মাঝে তোকে পাওয়ার মজা 

নতুন করে হাজার টা জীবন কাটানোর অপেক্ষা।।


চল দেখা হোক নতুন এক জন্মে

এতসব জটিলতা ছাড়া আমরা থাকবো নতুন দুনিয়ায়

কথা দিলাম ভালো রাখবো ভালোবাসবো বারবার 

নতুনের মতোই বিষাক্ত ভালোবাসায়।।


-স ম্রা জ।।

Thursday, 22 February 2024

যন্ত্রণার ঘুম

 ঘুম তো আসে রোজ রাতেই কথা শুধু হয়না কোনো

ভাবী রোজই বলবো কতো কী তাও বাকি সবই।।

হাজার চাপের মাঝের লক্ষ কথার মাঝে একটু বিলি কেটে দেওয়া চুলে থাকা না বলা কিছু,

চোখ বুজে ঘুমের অপেক্ষায় শোনা যায় গুনগুন শব্দে বলছে যেনো অনেক কিছু।।


যাকে চাই তাকে না বলতে পাওয়ার যন্ত্রণা 

আর যা চাইনা তাকে পাওয়ার মন্ত্রণাই

ভূলিয়ে দিয়ে ঘুম আর রাত্রির সম্পর্ক।।


মনের মধ্যে লুকানো হাজার ক্ষোভ

কোনটা সৎ কোনটা অসৎ শুধু জানে ঘুমে শোবার প্রতিশোধ।।


নাম হয় খারাপ স্বপ্নের , নিছক পড়ে থাকে ঘুমের রাত্রিবেলায়

তোমায় ছেড়ে আমি ঘুরে বেরাই নেহাতই চরিত্রহীনতায়।।


আজ যাকে চাই কাল তাকে পেলে পরশু হারায় তার গভীরতায়,

পরশু গভীরতা খুঁচিয়ে যায় আজকের না পাওয়ায়।।


পরম শান্তির আশায় আরো একবার ছুঁতে চেয়ে মন বলে এবার থাক হয়েছে অনেক,

আসলে মনও জানে ঘুম টাই সব যা হবার সব হবে এখানেই।।


- স ম্রা জ

Tuesday, 7 November 2023

চলেই যাই

 ঠিকাছে চলে যাই।।


চলে যাই সেই না বলা সন্ধ্যার আলুর চপে

চলে যাই সেই না খাওয়া মুড়ি মাখায়

চেয়েও পারিনা সে না পাওয়া মুড়ি থালায়

হলুদ বর্ণে আবদ্ধ আমি ছিলাম সেই তোমায় পাওয়ার আকাঙ্খায়।।

চেয়েও পায়নি যেই শান্তি সেটাই চেয়েছি বারবার

আমি যাচ্ছি মেনে নাও ।। মেনে নাও যাচ্ছি আমি সর্বস্তরে।।

শুধু তোমায় ছাড়ার দোহাই নিয়ে যাবনা কথা দিতে পারি।।

তবে যদি যায় হঠাৎ করে কথা দিয়েও আমাকেও তুমি,

আমায় জায়গা করে দেবে এই মাটির মধ্যে,

উড়তে চাইনা যে ধোঁয়া হয়ে ভয় হয় ভালোবাসতে

কাছে ডাকতে যদি উড়ে না যাই তোমার ভরসায় বেচেঁ থাকবো

এই না বলা অনুভূতির আশ্রয়ে।।

চেয়েছি ভালবাসাই সারাজীবন তাই চাওয়ার ক্ষমতা নেই আর কিছুই শুধু

বাঁচতে চাই আবারও তোর আশ্রয়ে।।

বারবার যাবো করেও ফিরিয়ে আনা সেই ভালোবাসা বাঁচিয়ে রেখে আমায় আনলো হেসে।।

কাল আবার ছুটি হবে আসবো তোর কাছে এবার তারালে তারাবি সে না ফিরে আসা আমার ভালোবাসা আমার মাটির কাছেই।।


- সাম্রাজ্ ।।

Tuesday, 12 September 2023

বিশ্বাস কর

 বিশ্বাস কর শরীরটা তাৎক্ষণিক ,বাঁচি আমরা ভবিতব্যে,

গন্ধ অনুভূতি সব এসে যায় সন্তুষ্টিই সর্ব সেরা, বুঝেছি আমি,

বিশ্বাস কর হাজারো বছর কাটলেও হাজারদুয়ারির হাজার দরজা না খুললেও 

অনুভূতির প্রতি দরজা খোলা ছিল সেই শুরু থেকে তোর আসার অভিপ্রায়ে।।

আজকের সত্যি কাল মিথ্যে হতেই পারে তবু

বিশ্বাস কর বছর বারো কাটিয়ে যখন আমাদের সত্যি আজ আমরা বুঝেছি তখন আর কোনো সত্যিই মিথ্যে হবেনা।।

জীবনে কত এলো গেলো বছর পাঁচেক ,মাস তিনেক সবটাই শেষে থিতিয়ে পড়ল মাটিতে তোর সময়ের কাছে।।

বিশ্বাস কর তুই থাকলেই শুধু হাজারো চাপ অশান্তি অতীতের টানাপোড়েন সব পালায় তুই আছিস জেনে,

বিশ্বাস কর তোকে রাখতে হাজারো মন ভেঙেছে এ হৃদয় ,কারণ তোর খারাপ থাকার দিন শেষ আজ সম্রাজ এসেছে আবারও তোর কাছেই।।

বিশ্বাস কর কাল কী হবে জানিনা শুধু জানি আজকের সত্যি তোকে পাওয়ার খুশী,

বিশ্বাস কর যা খারাপ ছিল কাটিয়ে এসেও কাল থেকে আমরা ভালো থাকবো এটুকু জানি।।

বিশ্বাস কর আমাদের খারাপের কারণ যায় আসুক আমি জাস্ট ধূলোয় মিশিয়ে দাদার মত জানিয়ে দেবো শুধু তোমাকেই চাই।।

বিশ্বাস কর, বছর বারো আগের আমার মতোই আমি আজও তোকেই চাই।।


- স ম্রা জ।।