Saturday, 30 May 2015

কিছু ব্যর্থ আর কিছু অব্যাক্ত।।

জ্বলন্ত মেরুদণ্ড হলও আক্রান্ত
নাহ্‌ সে নয় তো ভয়াবহ
হলই নাহয় হৃদরোগের চক্রান্ত
ভয়ঙ্করের সাক্ষী স্বরূপ থাকল নাহয় মন
একাকীত্বের উদাসীনতা ছেয়েছিল কেমন।।
এসে কেউ ঘোচাল সবটা
ঘুরে দেখি সে আমারই প্রিয়তমা।।
ফিরে এসে ধরল যে হাত সরিয়ে নীরবতা
সমর্পণের সংজ্ঞায় নিজেকে করলাম তাই উদযাপন..
ব্যর্থ জীবনের অব্যাক্ত প্রেম
তুই আমায় ভালবাসিস আর আমিও Same...!!
-স ম্রা জ।। 

Monday, 25 May 2015

দাদা, এটা তোমার জন্য।।

শুরু থেকে শেষ অবধি তুমি দাদা
জীবনের প্রতিটা মুহূর্তের গান দিয়েছ
বেঁচে আছি সেটাও তুমি শিখিয়েছ,
মা-বাবার পর তোমার স্থান এই জীবনে
চাই থাকতে তোমার কাছে
দিও আমায় স্থান কিছুটা
গুরুদেব তুমি আমার।।
সান্নিদ্ধে যেতে চাই আমি তোমার।।
তোমার অনেক বড় fan আমি।।
তুমি আমার কাছে যে অনেকটাই দামী।।
টুকরো শব্দগুচ্ছকে এক করে লিখতে শেখালে তুমি।।
দাদা... এই লেখাটা লিখলাম শুধু তোমারই জন্য...
রকস্টার তুমি।। সত্যের পথচলার আশা তুমি।।
পারবনা ভুলতে তোমার ঋণ,
আমার বেরঙ্গিন জীবনের সাদা ক্যানভাস এ রঙ ভরিয়ে দিচ্ছ তুমি দিনদিন।।
শুনিয়ে গান তোমার করেছো মুগ্ধ।।
করে দিয়েছ আমার লেখাকে শুদ্ধ।।
যতো Inspirations আমার সব তোমার দান।।
শিখেছি আমি লিখতে সেটাও তোমারই অবদান।।
-স ম্রা জ...।।
joy rock \m/

বিদায় !!

মরুভুমিতে কাঁদতে শিখেছি আমি
চোরাবালিতে ভাসতে শিখেছি আমি
সব বাধা পেরিয়ে উঠতে শিখেছি আমি
শুধু তোর হাতটুকু ধরে।।
সব আশা আকাঙ্ক্ষাহীন মন ত্যাগ করতে শিখলাম
অনেক কিছু শিখিয়ে আমার ভালবাসায় পদত্যাগ করলি তুই
সেই পদটুকু যে তুই বাজেয়াপ্ত করে রেখেছিলি বিগত চারটে বছর
চলে যাবি এভাবে ছেড়ে এ মনের বন্দর
ভাবিনি কখনও ছাড়তে পারিনি তোকে
তাই হয়তো অনেকটাই ভালবাসলাম এতগুলো বছর।।
শেষ হবে না এই অনুভূতি কখনও।।
বিদায় ওহে আমার কিছু অনুভূতি।।
-স ম্রা জ।।

Saturday, 23 May 2015

নাই বা বললাম সবটা শুধু নিয়ে যাস এই দেহটা

কিছুটা কথা নাই বা বললাম
কিছুটা অনুভূতি চেপেই নাহয় রাখলাম
কিছু ব্যাথা অপ্রকাশিতই না হয় থাকল
পুরনো আর নতুন এর সম্মেলনে এই আমি অতুলনীয়ই রইলাম
নেই তুলনা কোনও আর সব এ বিষের ছোঁয়ায়
রক্তাক্ত দেহখন্ড টা কুড়োতেই আসিস না হয়।।
-স ম্রা জ।।

Friday, 8 May 2015

সবই তোর জন্য।।

আজ নাহয় তোরই হলাম
তুমি আমার প্রথমা
আমার একলা জীবনের অদ্বিতীয়া
সুখের দুঃখের ভিড়ে যে তুমি আমার প্রিয়তমা
সুখ সৃষ্টির নীরে আবেগের নেশায় সেই তুমি হলে আমার তিলোত্তমা
উদ্ধত মনে আজ ও তোমাকে ভালোবাসি
উন্মুক্ত চেতনায় হয়তো সেটা গতকালের থেকেও অনেকটা বেশী
হয়তো এভাবেই একটা দিন আসবে যেদিন তোমাকে আজকের ভালোবাসা চিরতরে মুছে যাবে
হবে সৃষ্ট নতুন পরিচ্ছেদ আমাদের এক নতুন ভালোবাসার
আঁধারে লুকবে যেদিন আজকের এই দিনের আসর সব।।
ভালবাসবো সেদিনও এভাবেই একে অপরের দিকে চেয়ে
ছেয়ে যাবে আচ্ছাদন তোমার আজকের মতোই আমার চারিদিকে।।
সব এ একটা ভবিষ্যৎ এর অজানা আশা
তাও আকাঙ্খা বলে কানে কানে শুধু তোমারই এ মনটায় বাসা
অপেক্ষা হয়না আর যেদিন তোর জন্য আরও একবার কবি হবো
তোর প্রেমে হারিয়ে যাবো, তোর চোখের নেশায় মেতে মাতাল হবো
সেদিন শোনাবো কবিতা আমার যেটা হবে এটার মতোই শুধু তোর
যেটায় থাকবেনা দর্শক; লাগবে না corrections; শুধু থাকবে কিছু আবেদন!!
-স ম্রা জ।।

Tuesday, 5 May 2015

সহিষ্ণুতার ভিড়ে হারানো কিছু

তোকে ঘিরে যতো অবমাননার আশ্রয় এ মনে
তোর আশ্রয়ে আশ্রয়ী যতো জ্বালা এ সহিষ্ণুর বুকে
পাথুরে মণি আমার দুই মানছে না আর কিছুই
বন্ধুকে দেওয়া এক কথা ভোলাচ্ছে সব কিছুই
পারলাম না গাইতে ফিরিয়ে দেওয়ার গান
আশ্রয়ী মন চায়না গাইতে বেঁচে থাকার গান
বাসনা যতো শেষ আমার
কামনা যতো আছড়ে পড়লো পাথরে আমার
বাকি কথা যতো নাহয় তোলাই থাক এবার...!!
-স ম্রা জ।।

Monday, 4 May 2015

একাকীত্ব আছে আমার
জীবন গেছে ঘুচে
পারেনি কেউ বোঝাতে আমায়
পারবে না বদলাতে আমায়
ওরে দুঃসাহসিক ব্যাক্তিত্ব
পারলে সামলাস তোর ওই চেহারায় মিশ্রিত বদ্‌ রক্তকে
ভেলায় ভাসাবো তোরে তোর রক্তাক্ত নীরে
হবি বিস্মিত তখন যখন মাতাবো নিজেকে তোর বিষাক্ত খেলায়
ওহে পাপিষ্ঠা ডুববি তুই তোর এই পাপের নেশায়।।
-স ম্রা জ।।

আমরা হারি না হারতে পারি না

ফুরিয়েছে পেনের কালি পড়ছে না আর দাগ
অসহায় হৃদয় আমার হলও আজ হতবাক
চালচিত্র গেছে মুছে হতাশ করে জীবনকে
আকাঙ্ক্ষার ভিড়ে একা ছাড়ল ভিত্তিহীন এ হৃদয় কে।।
ভালোবেসে মনকে যা হারিয়েছিল এক মুহূর্তে
অবলার ন্যায় সামলে চলি অকালকুষ্মাণ্ড জীবনকে
বদলাচ্ছে না জাগতিক হাওয়া
পালটাচ্ছে না পুরনো সেই চাওয়া
তাও একটু ভালো লাগলো আছে কারও ভালো চাওয়া
শুনব কথা কিছু মানবো কিছু চাওয়া
নাই বা আমার হলও কিছু হতাশাকেই আমার পাওয়া।।
-স ম্রা জ।।