Friday, 17 October 2025

পাহাড় ছেড়ে সমুদ্রে, একসাথে

 যাচ্ছি মিশছি মেঘের আড়ালে পাহাড়ে,

চারিদিকে পাইন কাশবন ক্রমশ এলোমেলো রাস্তার চারিপাশে

ছায়ায় ঢাকছে আমায়,মায়ায় বাঁধছে তারই মাঝে একটুকরো মেঘ,

আকাশীর মাঝে সেই মেঘ দেখায় পথ সোনালী রশ্মি মাখা জীবনের।


ভরসা একটাই আজ আর একা নয়, পেয়েছি সাথে ছেলেবেলার সখীর।

আমার গৃহসঙ্গীর পরিচয়ে। কাটাচ্ছি মুহূর্ত যা একদিন ছিল স্বপ্ন,

এই কাঞ্চনজঙ্ঘার বিপরীতে, দার্জিলিং- এ।।

এযে এক অপরূপ শোভা প্রকৃতির সৌন্দর্যের,

সাদার মোড়কে ঘেরা পাথর কুন্ডের এক মায়াবী অবয়াব।


বিশাল বছর এক পেরিয়ে এলাম ঘরের কোনায় ফের পুরোনো কথায়,

ভালবাসি বলতে পারিনা সাধারণে, দায়িত্ব থাকবে কর্তব্যের সাথেই,

ভালবাসবো প্রতি মুহূর্তেই, বছর হোক এক বা তুই বা তিন বা তার অধিক।।


পাহাড়, সমুদ্র, কুয়াশা কিংবা ঘন  কোনো বড় জঙ্গলে,

এভাবেই সুন্দরবনের সুন্দরীর কোনো ম্যানগ্রোভ- এ 

অনুভূতি হারাবে চিরও জীবনের সব আক্ষেপকে,

প্রতিবারের মতো এবারও হবে না পাওয়াকে পাওয়ার মজা,

শেষবার নিজের ভালোবাসা কে কাছে পাওয়ার,

জীবনসঙ্গিনী করার পাওয়ায়।।

ভালবাসি তোমায় সেই বছর বারো আগের বন্ধু হয়ে

বছর পনেরো পরের তোমার ঘরের তোমার বর হয়ে।।

ভালবাসি তোমায়।।


- তোমার স ম্রা জ।।