Sunday, 23 August 2015

কামনার এক বিফল

চেয়েছিলাম দিতে অনেকটাই,
বাধাটাও হয়তো এলো তাই।।
সামান্য এক লেখক আমি ,
এর থেকে ভাল কিছু দিতে পারলাম না আর তাই;
যতটুকু পারলাম দিলাম এ জীবনে
সবটুকু ভালবাসা শুধু তোরই নামে
ভালবাসি তাই করবো না তোকে অস্বীকার
তোকে ছাড়া থাকবো ভালো বলে করলাম নাহ আজ মিথ্যেকে স্বীকার।
ছুরির কোপে যতো অপূর্ণ স্মৃতি
আজও ডাস্টবিনে চিরকুটে লেখা সেই চিঠি।।
এক কোনে পড়ে থাকা সব ইচ্ছাই
যেন ভেসে গেল আজ স্বেচ্ছায়..
ভালথাকিস চাই আজও এটাই
দূরে থেকে দেখবো সেটাই।।
জন্মদিনের শুভ কামনায়
লিখলাম এ কবিতার শেষটাই।।
-স ম্রা জ।।

No comments:

Post a Comment