Tuesday, 19 January 2016

অপেক্ষা

দু'-এক ফোঁটা বৃষ্টির জল
আর তীব্র এক তাৎক্ষণিক অপেক্ষা
কীসের তা অজানা একটু হলেও
তুই কোথায় বল এবার...!!
বৃষ্টি গেলো খুঁজতে তোকে
এবার না হয় দে সাড়া ডাকের
আমার না হয় বৃষ্টিরই হোক
আমার তো শুধু চাই তোকে
সব আকাঙ্ক্ষা জুড়ে তোর কিছুটা কাছে
আসবি না বল, তুই কি আজও আসবি নাহ...??
প্রশ্ন থেকে গেলো এ মনের স্রোতে।।
চেনা অচেনা কতজনেই না দেখছে আজ,
এসে নিয়ে যা এবার এসবের থেকে দূরে শুধু তোর কাছে
যেখানে থাকব শুধু তুই আর আমি
আর থাকবে আমাদের "কিছু অনুভূতি" ।।
-স ম্রা জ।। 

No comments:

Post a Comment